ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমায় একটি ফোন করোনা প্লিজ

আমায় একটি ফোন করোনা প্লিজ
সৌমেন্দু লাহিড়ী

আমায় একটি ফোন করোনা প্লিজ..
নম্বর হল, নাইন ফাইভ সিক্স থ্রি
টু ওয়ান ফাইভ এইট নাইন সিক্স।
আমায় একটি ফোন করোনা প্লিজ..

কথাতো ছিল আমার হবে
আমার সাথে রবে,
জীবনভর দু’জন মিলে
রইব এই ভবে।
কোথায় গেল সেই সে প্রমিস
আজ পাই না তার হদিস।
আমায় একটি ফোন করোনা প্লিজ..

জীবনে আমার এসেছিলে
তুমি খেলার ছলে,
খেলেছো এই জীবন নিয়ে
ছলে আর কৌশলে,
যেহেতু তুমি সুন্দর আর
আমীর, রইস্।
আমায় একটি ফোন করোনা প্লিজ..

এখনও তোমার স্বপ্ন দেখি
সাক্ষী সূর্য,শশী,
জীবন দিয়ে তোমায় আমি
এখনও ভালোবাসি,
জানি তুমি অধরা তবু
তোমায় করি মিস।
আমায় একটি ফোন করোনা প্লিজ…

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমায় একটি ফোন করোনা প্লিজ

আপডেট সময় ১২:৩৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

আমায় একটি ফোন করোনা প্লিজ
সৌমেন্দু লাহিড়ী

আমায় একটি ফোন করোনা প্লিজ..
নম্বর হল, নাইন ফাইভ সিক্স থ্রি
টু ওয়ান ফাইভ এইট নাইন সিক্স।
আমায় একটি ফোন করোনা প্লিজ..

কথাতো ছিল আমার হবে
আমার সাথে রবে,
জীবনভর দু’জন মিলে
রইব এই ভবে।
কোথায় গেল সেই সে প্রমিস
আজ পাই না তার হদিস।
আমায় একটি ফোন করোনা প্লিজ..

জীবনে আমার এসেছিলে
তুমি খেলার ছলে,
খেলেছো এই জীবন নিয়ে
ছলে আর কৌশলে,
যেহেতু তুমি সুন্দর আর
আমীর, রইস্।
আমায় একটি ফোন করোনা প্লিজ..

এখনও তোমার স্বপ্ন দেখি
সাক্ষী সূর্য,শশী,
জীবন দিয়ে তোমায় আমি
এখনও ভালোবাসি,
জানি তুমি অধরা তবু
তোমায় করি মিস।
আমায় একটি ফোন করোনা প্লিজ…