ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রমোশন

প্রমোশন
আব্দুস সাত্তার সুমন

প্রমোশন নাকি যোগ্যতায় হয়, শুনি এমন বার্তা
স্বজন পিরিতি তেলে চলে অফিসেরি কর্তা,
পড়া শোনা করছো কি ভাই, পাইবা প্রমোশন?
বেশি কথা বলো কেন, করবো ডিমোশন!

যোগ্যতার বলে যা খুশি কর, পাকড়াও তুমি হবে
ধৈর্য ধর সময় নেইকো, হিসাব তোমার কবে!
তোমার অধীনে যারা আছে, ইনসাফ করতে জানো?
মরার তুমি ভয় করো না, রবকে তুমি মানো।

বেসরকারি চাকরি করি, কথায় কথায় যায়
সীমাবদ্ধ কাগজের পাতায়, যোগ্যতাতে কি হয়?
কারে কি আর বলবো মোরা, প্রভুর কাছে চাই
গুণীজনেরা ঘুমিয়ে আছেন, দেখেও দেখে নাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমোশন

আপডেট সময় ০৬:৩৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

প্রমোশন
আব্দুস সাত্তার সুমন

প্রমোশন নাকি যোগ্যতায় হয়, শুনি এমন বার্তা
স্বজন পিরিতি তেলে চলে অফিসেরি কর্তা,
পড়া শোনা করছো কি ভাই, পাইবা প্রমোশন?
বেশি কথা বলো কেন, করবো ডিমোশন!

যোগ্যতার বলে যা খুশি কর, পাকড়াও তুমি হবে
ধৈর্য ধর সময় নেইকো, হিসাব তোমার কবে!
তোমার অধীনে যারা আছে, ইনসাফ করতে জানো?
মরার তুমি ভয় করো না, রবকে তুমি মানো।

বেসরকারি চাকরি করি, কথায় কথায় যায়
সীমাবদ্ধ কাগজের পাতায়, যোগ্যতাতে কি হয়?
কারে কি আর বলবো মোরা, প্রভুর কাছে চাই
গুণীজনেরা ঘুমিয়ে আছেন, দেখেও দেখে নাই।