ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দুঃসাহসী নারী

দুঃসাহসী নারী
সারমিন চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম

নারী তুমি জ্বলতে পারো প্রখর অগ্নিতাপে
সইতে পারো নীরবে সমস্ত ব্যাথা।
নারী তুমি আকাশ সমান পীড়া বুকে নিয়ে
হাসিমুখে কইতে পারো কতো কথা।

নারী তুমি ছাড়তে পারো বাপের ভিটেমাটি
সাজাতে পারো অন্যের বাড়িঘর।
নারী তুমি গড়া অনুশাসনেও রইতে পারো
বইতে পারো মৃত সম্পর্কের ভার।

নারী তুমি কেঁদে ভাসাতে পারো কুলুপ এঁটে
গোছাতে পারো ধৈর্য ধরে জটলা চুল।
নারী তুমি সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে পারো
শুধরে নিতে পারো নিজের যতো ভুল।

নারী তুমি সাধের যৌবন ক্ষয় করতে পারো
সন্তানের মায়াভরা মুখখানা চেয়ে।
নারী তুমি রোজ নরক যন্ত্রণায় পুড়তে পারো
অসময়ে সাদা শাড়ী লেপ্টে গায়ে।

নারী তুমি হরেক অমৃত ভোজ রাঁধতে পারো
বদলাতে পারো ইতিহাসের ওই মোড়।
নারী তুমি ঘর সামলিয়ে বাহির ছুটতে পারো
নিত্যনতুন আলোড়ন করতে জোড়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুঃসাহসী নারী

আপডেট সময় ০৬:৫০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

দুঃসাহসী নারী
সারমিন চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম

নারী তুমি জ্বলতে পারো প্রখর অগ্নিতাপে
সইতে পারো নীরবে সমস্ত ব্যাথা।
নারী তুমি আকাশ সমান পীড়া বুকে নিয়ে
হাসিমুখে কইতে পারো কতো কথা।

নারী তুমি ছাড়তে পারো বাপের ভিটেমাটি
সাজাতে পারো অন্যের বাড়িঘর।
নারী তুমি গড়া অনুশাসনেও রইতে পারো
বইতে পারো মৃত সম্পর্কের ভার।

নারী তুমি কেঁদে ভাসাতে পারো কুলুপ এঁটে
গোছাতে পারো ধৈর্য ধরে জটলা চুল।
নারী তুমি সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে পারো
শুধরে নিতে পারো নিজের যতো ভুল।

নারী তুমি সাধের যৌবন ক্ষয় করতে পারো
সন্তানের মায়াভরা মুখখানা চেয়ে।
নারী তুমি রোজ নরক যন্ত্রণায় পুড়তে পারো
অসময়ে সাদা শাড়ী লেপ্টে গায়ে।

নারী তুমি হরেক অমৃত ভোজ রাঁধতে পারো
বদলাতে পারো ইতিহাসের ওই মোড়।
নারী তুমি ঘর সামলিয়ে বাহির ছুটতে পারো
নিত্যনতুন আলোড়ন করতে জোড়।