ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতিবাচক ভাবনা

ইতিবাচক ভাবনা
মজিবুল হক

কারও যদি মনটা চাই অট্টহাসি হাসবে সে
হাসুক না
হাসতে দাও,
অমাবস্যা এসে যখন চাঁদের আলো ঢেকে দেয়
ঢাকুক না
ঢাকতে দাও।

সাদা চুলে কলপ করে কেউবা যদি যুবক সাজে
সাজুক না
সাজতে দাও,
মালিক যদি কর্মচারীর চড় দিয়ে দাঁত ফেলতে চায়
ফেলুক না
ফেলতে দাও।

কেউবা যদি মিথ্যা দিয়ে সত্যকে সব ঢাকতে চায়
ঢাকুক না
ঢাকতে দাও,
ভোর বেলাতে কাকের দল কা কা রবে ডাকে যদি
ডাকুক না
ডাকতে দাও।

কোন ছাত্র যদি রাত্রি জেগে গল্লের বই পড়তে চায়
পড়ুক না
পড়তে দাও,
বউ হারানোর ব্যথায় যদি মনটা কারও কাঁদতে চায়
কাঁদুক না
কাঁদতে দাও

ইতিবাচক মনটা নিয়ে কেউবা যখন বাঁচতে চায়
বাঁচুক না
বাঁচতে দাও।
পরকালীন মুক্তি পেতে পৃথিবীকে তুচ্ছ ভেবে
কেউবা যখন চলতে চায়
চলুক না
চলতে দাও।।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিবাচক ভাবনা

আপডেট সময় ০৩:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

ইতিবাচক ভাবনা
মজিবুল হক

কারও যদি মনটা চাই অট্টহাসি হাসবে সে
হাসুক না
হাসতে দাও,
অমাবস্যা এসে যখন চাঁদের আলো ঢেকে দেয়
ঢাকুক না
ঢাকতে দাও।

সাদা চুলে কলপ করে কেউবা যদি যুবক সাজে
সাজুক না
সাজতে দাও,
মালিক যদি কর্মচারীর চড় দিয়ে দাঁত ফেলতে চায়
ফেলুক না
ফেলতে দাও।

কেউবা যদি মিথ্যা দিয়ে সত্যকে সব ঢাকতে চায়
ঢাকুক না
ঢাকতে দাও,
ভোর বেলাতে কাকের দল কা কা রবে ডাকে যদি
ডাকুক না
ডাকতে দাও।

কোন ছাত্র যদি রাত্রি জেগে গল্লের বই পড়তে চায়
পড়ুক না
পড়তে দাও,
বউ হারানোর ব্যথায় যদি মনটা কারও কাঁদতে চায়
কাঁদুক না
কাঁদতে দাও

ইতিবাচক মনটা নিয়ে কেউবা যখন বাঁচতে চায়
বাঁচুক না
বাঁচতে দাও।
পরকালীন মুক্তি পেতে পৃথিবীকে তুচ্ছ ভেবে
কেউবা যখন চলতে চায়
চলুক না
চলতে দাও।।