
খেলাধুলা
প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার, ভারত
ছোটোবেলার দিনগুলি,
খেলাধুলা আঁকাআঁকিতে ঝোকাঝুঁকি,
জানা থাকেনা উপকারিতা,
একটু খেললেই মনটা আনন্দে আত্মহারা।
একসময় কারো জীবনে থাকে আনন্দ,
সেই নিয়ে স্বপ্ন গাঁথে দুর দূরান্ত,
সকাল বিকেল অভ্যাস,
জাতীয় দলে পৌঁছানোর
আকাঙ্খার বাস,
পৌঁছায় দিন শেষে।
নিজস্বী জেদ কুন্ঠা বোধে আপ্রাণ মহিমায়
জেতে সময়ের দামে।
সকলের জন্য প্রয়োজন হাঁটাহাঁটি দৌঁড়ঝাপ,
একটু খেলাধুলায় সারতে পারে মনের রোগ।