ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একটু দেখা হলে

একটু দেখা হলে
নজির মোড়ল

যাচ্ছে বছর একটা নজর
হচ্ছে না রে দেখা,
স্তব্ধ কলম পাচ্ছে শরম
দিচ্ছে না রে লেখা!

দর্শন আশে বক্ষ ভাসে
অক্ষি ভরা জলে,
হৃদয় ক্ষত, শান্ত হতো-
একটু দেখা হলে।

তুমি কেন বুজো না-কো
হয়ে বড্ড জ্ঞানী,
অল্প হলেই কেন সাজো
বড্ড অভিমানী?

মেঘ্যা দিঘির শাপলালতা
বিনয়সুরে বলে-
আমার সকল ফুল ফুটিত
একটু দেখা হলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটু দেখা হলে

আপডেট সময় ০২:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

একটু দেখা হলে
নজির মোড়ল

যাচ্ছে বছর একটা নজর
হচ্ছে না রে দেখা,
স্তব্ধ কলম পাচ্ছে শরম
দিচ্ছে না রে লেখা!

দর্শন আশে বক্ষ ভাসে
অক্ষি ভরা জলে,
হৃদয় ক্ষত, শান্ত হতো-
একটু দেখা হলে।

তুমি কেন বুজো না-কো
হয়ে বড্ড জ্ঞানী,
অল্প হলেই কেন সাজো
বড্ড অভিমানী?

মেঘ্যা দিঘির শাপলালতা
বিনয়সুরে বলে-
আমার সকল ফুল ফুটিত
একটু দেখা হলে।