মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার গোগর ঈদগা দারুচ্ছুন্নাত কওমী মাদরাসা মাঠে বিজিবির উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত ও দুস্থ নারী পুরুষ ও এতিমখানার বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
বুধবার ০৪ জানুয়ারি সকাল ১১ টায় শীতবস্ত্র বিতরন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।এ সময় ৫০ বিজিবি সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপুর্বে সকালে রিজিয়ন কমান্ডার পীরগঞ্জ উপজেলার বড় গড়গাও এলাকায় বিজিবি সদস্যদের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন।
উল্লেখ্য বুধবার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারল শাকিল আহম্মদ হেলিকপ্তার যোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডাকবাংলো মাঠে সকাল ৯ টায় অবতরন করার কথা ছিল কিন্তু বৈরী আবহাওয়ার কারনে মহাপরিচালক মহোদয় তার যাত্রা বাতিল করেন।