
কিছু মানুষ তোমার জন্য
প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার, ভারত
মানুষের জন্য এই পৃথিবী,
এই নগরীতে মানুষের সাথে মানুষের,
পারস্পরিক মত বিনিময়ে হয় বোঝাপড়া,
অনিন্দ্য সুখ পেতে মন খোঁজে মনের মতো মনকে,
আলাপ পরিচাতায় যাকে পাওয়া যায় যেমনভাবে,
বায়ুবয় সমীকরণে একেকজন একেক রকমের।
কথার বাকে রেখে দেওয়া মশলাগুলো সাদে ধরা পড়ে ,
একেকজনের সাথে একেক জনের উন্মোচনের ধারা বহে একেকভাবে।
একজন মানুষ কারো কাছে জটিল,
অন্য জনের কাছে সহজ,
ঘ্যামি,অহংকারীর উপমা রাখে আরেক ব্যক্তির কাছে,
খুব ভালো ভাবে তিনি যিনি ভালো খুঁজে পায় যার মধ্যে।