
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদীতে শীতার্ত অসহায় ও দুস্হ মানুষের উন্ষতা দিতে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কটিয়াদী পৌর সদরস্হ “ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস)। শনিবার ১১ ঘটিকার সময় সংঠনের কার্যালয়ে সভানেএী শাহানাজ পারভীনের সভাপতিত্বে ডিপিএস চেয়ারম্যান এম নজরুল ইসলামের সঞ্চালনায় পৌর এলাকার কামারকোনা, ভোগপাড়ার অসহায় দুস্হ প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডিপিএস) এর পক্ষ থেকে উষতার জন্য কম্বল বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, কটিয়াদী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হাসান উজ্জল। অন্যান্যদের মাঝে কামারকোনা যুব কল্যান সমিতির সাধারন সম্পাদক মেহেদী হাসান, কটিয়াদী পৌরসভার টিকাদানকারী হারুন অর রশিদ আলী, এছাড়া ও এলাকার স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























