
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
দৈনিক যুগান্তর পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ষপূর্তির অনুষ্ঠানের এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা বলেন- যুগান্তর তার ঐতিহ্য নিয়ে যুগ যুগ বেঁচে থাকুক পাঠকদের অন্তরজুড়ে। সত্যের সন্ধানে নির্ভীক থাকুক। দেশ ও মানুষের কল্যাণে পত্রিকাটি আজীবন সাহসী ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যুগান্তর পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালো মানের এবং সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি দেশের উন্নয়নের একজন অংশীদার। দেশকে ভালোবেসে তিনি যেমন যুদ্ধে অংশ নিয়েছেন, তেমনি দেশের স্বার্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়েও অর্থপাচার করেননি। তার প্রতিষ্ঠিত যুগান্তর পত্রিকা দেশের পাঠক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। যুগান্তর অন্যায়ের সঙ্গে কখনই আপস করেনি। সত্যের মুখোমুখি হয়েছে প্রতিদিন। যুগান্তর সবসময় আপসহীনভাবে পথ চলবে।
যুগান্তর স্বজন সমাবেশ’র উপদেষ্টা ও লাকসাম মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ মান্নানে’র সভাপতিত্বে এবং মনোহরগঞ্জ প্রেসক্লাবে এর প্রতিষ্ঠাতা জিএম আহসান উল্লাহ’র
সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন দৈনিক মানবকন্ঠ লাকসাম প্রতিনিধি আবদুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাছান শিমুল, প্রকল্প কর্মকর্তা ওয়াসিম, জনস্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস আলম মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির মনোহরগঞ্জ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার লাকসাম প্রতিনিধি রবিউল হোসেন সবুজ, আশ্রয় প্রতিদিন লাকসাম প্রতিদিন রিয়াদ ভুইয়া, হাসনাবাদ ইউপি’র চেয়ারম্যান কামাল হোসেন, সরেসপুর ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান,ঝলম উত্তর ইউপি’র চেয়ারম্যান মজিদ খান রাজু, দক্ষিণ ইউপি’র আশিকুর রহমান হাওলাদার,বাইশগাও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি,মৈশাতুয়া ইউপি’র চেয়ারম্যান মফিজুর রহমান, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী, খিলা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন প্রমুখ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























