ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কলম আমার মুক্তি

কলম আমার মুক্তি
আব্দুস সাত্তার সুমন

 

চিৎকার করতে নাহি পারি
কলম আমার মুক্তি,
তোমার পাপের জবাব দিব
লেখা আমার শক্তি।

ভয়টা আমার মুছে যাবে
অত্যাচারীর জবাব,
চলবে আমার কলম কালি
লেখা আমার স্বভাব।

উন্মোচিত করবো সবার
সাবধান রবে বাইরে,
দুষ্ট মানব আছেন যত
লুকায় থাকে হায়রে।

কবি যারা আছেন তারা
সত্যের পথের ফুলটি
সুভাষ ছড়ায় জোৎস্নার আলো
ধরায় দেবে ভুলটি।

অবিচল হবো ন্যায়ের পথে
সত্যের প্রদীপ জ্বালো
পাপি-তাপি চুপসে যাবে
আসবে ভোরের আলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলম আমার মুক্তি

আপডেট সময় ০৬:৩৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

কলম আমার মুক্তি
আব্দুস সাত্তার সুমন

 

চিৎকার করতে নাহি পারি
কলম আমার মুক্তি,
তোমার পাপের জবাব দিব
লেখা আমার শক্তি।

ভয়টা আমার মুছে যাবে
অত্যাচারীর জবাব,
চলবে আমার কলম কালি
লেখা আমার স্বভাব।

উন্মোচিত করবো সবার
সাবধান রবে বাইরে,
দুষ্ট মানব আছেন যত
লুকায় থাকে হায়রে।

কবি যারা আছেন তারা
সত্যের পথের ফুলটি
সুভাষ ছড়ায় জোৎস্নার আলো
ধরায় দেবে ভুলটি।

অবিচল হবো ন্যায়ের পথে
সত্যের প্রদীপ জ্বালো
পাপি-তাপি চুপসে যাবে
আসবে ভোরের আলো।