ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নেই সময়ের যুগে

নেই সময়ের যুগে
ড. বলরাম ঘোষ

জগৎ জুড়ে ‘নেই সময়ের যুগে’ ছুটছি আমি
ছুটছ তুমি ছুটছে শৈশব ছুটছে গাড়ি,
হর্ন বাজিয়েও ব্রেক দিলে তো দাঁতের ঘসটানি
খেতেই হয়।
এই’ নেই সময়ের যুগে’ দেশি পড়া দেওয়াল
চাপা – আকাশ জুড়ে ঝঞ্জা জমে, ঝড় খেয়ালি গান গেয়ে যাই বিদেশি ভাষার সুরে।

বিদেশি ভাষায় সব জেনেছে, মায়ের ভাষা শূন্য
মা সব গর্ব করে গল্প করে, বলে সমাজ উঁচু করে – আমার ছেলের বাংলা কথা নেইকো তো
একটুও জানা।

দেশের লোক বিশ্ববাসী ভীষণ খুশি
বিদেশলোকে, অর্থ কর্ম মোক্ষ লাভ যে
দেশের মাঝে নাই!

সেই সময়ে যায় না ফেরা নেই সময়ের কালে
আলু পোস্ত মাছের টকে দুপুর শীতে
দাওয়ায় বসে পিঠে আরাম রোদ।
নেই সময়ের যুগে শুধু ছুটছে
মানুষগুলি, যন্ত্র নিয়ে হৃদয় ছেড়ে
টাকার প্রলোভনে …

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেই সময়ের যুগে

আপডেট সময় ১০:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

নেই সময়ের যুগে
ড. বলরাম ঘোষ

জগৎ জুড়ে ‘নেই সময়ের যুগে’ ছুটছি আমি
ছুটছ তুমি ছুটছে শৈশব ছুটছে গাড়ি,
হর্ন বাজিয়েও ব্রেক দিলে তো দাঁতের ঘসটানি
খেতেই হয়।
এই’ নেই সময়ের যুগে’ দেশি পড়া দেওয়াল
চাপা – আকাশ জুড়ে ঝঞ্জা জমে, ঝড় খেয়ালি গান গেয়ে যাই বিদেশি ভাষার সুরে।

বিদেশি ভাষায় সব জেনেছে, মায়ের ভাষা শূন্য
মা সব গর্ব করে গল্প করে, বলে সমাজ উঁচু করে – আমার ছেলের বাংলা কথা নেইকো তো
একটুও জানা।

দেশের লোক বিশ্ববাসী ভীষণ খুশি
বিদেশলোকে, অর্থ কর্ম মোক্ষ লাভ যে
দেশের মাঝে নাই!

সেই সময়ে যায় না ফেরা নেই সময়ের কালে
আলু পোস্ত মাছের টকে দুপুর শীতে
দাওয়ায় বসে পিঠে আরাম রোদ।
নেই সময়ের যুগে শুধু ছুটছে
মানুষগুলি, যন্ত্র নিয়ে হৃদয় ছেড়ে
টাকার প্রলোভনে …