স্টাফ রিপোর্টার
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রাজশাহী জেলা
কমিটি কর্তৃক জাগ্রত রাজশাহী মিলনমেলা ২০২৪
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ শে ফেব্রুয়ারি রাজশাহীর চৈতির বাগান পার্ক এন্ড রিসোর্ট এ মিলনমেলা
অনুষ্ঠিত হয়।
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রাজশাহী জেলা কমিটির প্রেসিডেন্ট ক্যাপ্টেন মো: এমরান হোসেন
এর সভাপতিত্বে ও জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রাজশাহী জেলা কমিটির এডমিন মো: তাহাজ্জত হোসেন আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম তামিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, আনোয়ার হোসেন আনার।
এছাড়া জাগ্রত সেবা চট্টগ্রাম জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, মোঃ জাহাঙ্গীর আলম, জাগ্রত পথশিশু অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাঈন উদ্দিন, আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি এনামুল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের ই পি আই সুপারভাইজার
মোঃ তাজুল ইসলাম তাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের গণ সংযোগ বিভাগের কর্মকর্তা, মোঃ রফিবুল হক, জাগ্রত ব্যবসায়ী ও জনতা নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রেসিডেন্ট একে এম সেলিম আহমেদ, জাগ্রত যুব জনতা কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি সাংবাদিক জামাল হোসেন, রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়িক মালিক সমিতির
সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম রজব, জাগ্রত ব্যবসায়ী ও জনতা রাজশাহী জেলা কমিটির সেক্রেটারি জেনারেল মুন্সি শাহারিয়ার কবীর, সাংগঠনিক সম্পাদক
মোঃ আউয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সহ জাগ্রত ব্যবসায়ী ও জনতা রাজশাহী জেলা কমিটি, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব, রাজশাহী জেলা কমিটি ও জাগ্রত যুব জনতা রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।