আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী সাগর মোহনার পায়রায় ধরা পরেছে সাড়ে আট কেজি ওজনের কোরাল মাছ।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় পায়রা নদীর তেতুলবাড়িয়া এলাকায় এ মাছটি ধরা পড়ে।
তালতলী উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের জেলে সাগর রাতের জোয়ারে পায়রা নদীতে মাছ ধরতে গেলে বড়শীতে ধরা পরে বিশাল আকৃতির কোরাল মাছটি। পরে তালতলী বাজারে জমাদ্দার ফিস আড়ৎ এ বিক্রি করতে আসলে খোলা ডাকে এক হাজার টাকা কেজি দরে স্হানীয় মাছ বাজারের মাছ ব্যবসায়ী আল আমিন হাওলাদার মাছটি বিক্রয়ের কিনে নেয়।
এ ব্যাপারে মাছ বিক্রেতা আল আমিন বলেন, নদীর বড়শীতে ধরা পরা মাছের দাম একটু বাড়তি হয়। এর কারণে হিসেবে বলেন,বড়শীর মাছ দীর্ঘক্ষণ সতেজ থাকে এবং ফ্রিজে রাখলেও গুনগত মান ভালো থাকে।আল আমিন মাছটি ক্রয়ের পরপরই ৮ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।