
রাঙামাটি প্রতিনিধি
করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস পালন করা হয়।
দিবস টি উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা কর্মকর্তা সৃদুল কান্তি তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, রাজস্ব মুন্সিখানা শাখা) দ্বীন আল জান্নাত সহ জেলার বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা করার ক্ষেত্রে আগে যে অনিয়ম বা বিশৃঙ্খলা ছিলো সেটি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেক অনেকাংশে কমে এসেছে। বীমা খাতে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে। তাছাড়া সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সব শ্রেনী পেশার মানুষকে বীমার আওতা ভুক্ত করার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।