জাপান আন্তর্জাতিক সমাজের উদ্বেগ ও বিরোধিতা বিবেচনা না করে স্বেচ্ছায় সমুদ্রে ২.৩ টন পরমাণু দূষিত জল নিঃসরণ করেছে। জাপান নিজের দূষণ ঝুঁকি বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং জাপানকে ভুল আচরণ বন্ধ করার অনুরোধ জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ২৮ ফেব্রুয়ারি বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
উল্লেখ্য, জাপান বুধবার চতুর্থ দফায় ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরমাণু দূষিত জল নিঃসরণ শুরু করেছে। ধারণা করা যায়, দূষিত জল নিঃসরণ ১৭ মার্চ শেষ হবে এবং ৭৮০০ টন পারমাণবিক দূষিত পানি নিষ্কাশন করবে টোকিও।
ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে শ্রমিকদের গায়ে পারমাণবিক দূষিত জলের পড়া ও বিশুদ্ধকরণ সরঞ্জাম থেকে পারমাণবিক দূষিত জল ছিটকে পড়া। এটি টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিশৃঙ্খল অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও জাপান সরকারের অকার্যকর তত্ত্বাবধান তুলে ধরে। জাপানের তথাকথিত সমুদ্রে দূষিত জল নিঃসরণ নিরাপদ ও নির্ভরযোগ্য হওয়ার কথা আন্তর্জাতিক সমাজ মোটেও বিশ্বাস করতে পারে না।
মুখপাত্র আরো বলেন, জাপানের উচিত কঠোরভাবে দেশি ও বিদেশি উদ্বেগ বিবেচনা করে দায়িত্বশীল ও গঠনমূলক ধারণা যথাযথভাবে মোকাবিলা করা।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।