
নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা চর পাড়া গ্রামের মৃত বিকাশ সরদারের বিধবা স্ত্রী পুরোবী সরদারের বাড়িতে আগুন লেগে বসত ঘরসহ সকল ব্যবহারিক মালামাল পুড়ে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায় ৩ মার্চ আনুমানিক সন্ধা ৭ টার দিকে বিদ্যুৎের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সম্পূর্ণ ঘরটি ও ব্যবহারিক মালামাল পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট সংবাদ পেয়ে ঘটোনা স্থলে পৌছালে ও কোন কিছু রক্ষা করতে সক্ষম হয় নাই। বিধবা পুরোবী সরদারের তিনটি ছেলে দিনমজুরি করলে ও লেখা পড়া অব্যহত রেখেছে। এখন তাদের মাথা গুজার জন্য মায়ের আঁচল ব্যতিত অবশিষ্ট রইলো না।
https://youtu.be/FsBo-67zSfI?si=eRxtpD8d0pfrn3On
মুক্তির লড়াই ডেস্ক : 



























