
নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার নৈহাটী গ্রামের মাস্টার পাড়া এলাকার ইমরান শেখ লাভু’র একমাত্র ছেলে মাহাদী শেখ (১৮ মাস) পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ৩ মার্চ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, মাহাদীর পিতা ইমরান শেখ লাভু একজন (মোবাইল ফ্লাক্সি লোড) ব্যবসায়ী, সে তাঁর দোকানে এবং মাতা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত। এমন সুযোগে মাহাদী শেখ খেলার মধ্যে ছিল। হঠাৎ ছেলেকে দেখতে না পেয়ে খুজতে শুরু করে মাতা। পরে ডাকাডাকির এক পর্যায়ে দেখতে পায় ছেলে টিউবওয়েলের ব্যবহৃত যে পানি গর্তে পড়ে সেখানে মাহাদী পড়ে আছে। এ অবস্থায় কান্নাকাটির মধ্যে মাহাদীর চাচা আ: রাব্বি শেখ ভাইপোকে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন কর্মরত মেডিকেল অফিসার ডা: আতিকুর রহমান বিভিন্ন পরীক্ষা শেষে মৃত্যু হয়েছে বলে জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 



























