
স্বার্থ ছাড়া তোফা
আব্দুস সাত্তার সুমন
মন থেকে হাদিয়া দেবো
চাই না আমি কিছু!
তোফা দিচ্ছি অনেক বেশি
লোভের আশায় পিছু।
আমি দিছি এটা ওকে
বিনিময় পাবো!
পূর্ণ সবই ধ্বংস হলো
চিন্তা করে ভাবো?
নিজের কাপড় পবিত্রময়
দূষণ থেকে দূরে,
অধিক পাওয়ার প্রত্যাশাতে
অন্তর গেছে মোরে।
প্রতিপালকের উদ্দেশ্যে
সরল অবলম্বন,
পোষণ করি অনুগ্রহ
সম্মান অধিক চুম্বন।
করব না যে পাওয়ার আশা
সওয়াবের পথে চলি,
স্বার্থ ছাড়া সদকা হবে
অন্তর থেকে বলি।