
ওকে আসতে দাও
এবিএম সোহেল রশিদ
জানালার শার্শিতে একদিন
থমকে দাঁড়াল অতীত
পাথর ভাঙা শব্দ ছাপিয়ে
ভেসে এলো নিঃসঙ্গতার সঙ্গীত!
শিশিরের ফোঁটায় ফোঁটায়
সেই চেনা মুখ
শীতল বাতাসে থমকে দাঁড়ায়
হৃদয় ভাঙার অসুখ।
আগুন স্পর্শগুলো কানে কানে বলে
‘ওকে আসতে দাও’
আলিঙ্গনহীন এই ভোরে যা বলতে চায়
ওকে তা বলতে দাও।
সেই থেকে আছি কান পেতে
অধীর অপেক্ষায়
অন্ধ চোখে দেখি, সময়ের পিঠে চড়ে
কত বসন্ত চলে যায়।
মুক্তির লড়াই ডেস্ক : 























