
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আয়োজনে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ যারা শাহাদাৎ বরণ হয়েছিলেন এবং জাতির সূর্য সন্তানদের স্বরণে খোকা থেকে বঙ্গবন্ধু অতঃপর স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ ২৪ ইং শুক্রবার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ০৮(বরুড়া) ‘র সাংসদ ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
কুমিল্লা জেলা বিডিএমএ’র সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ ভুঁইয়ার সভাপতিত্বে ও বরুড়া উপজেলা উপ সহকারী কমিউনিটি মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি (বরুড়া)’র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াছিন মিয়া, ডাঃ শামীমা আক্তার, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি হাজী মোঃ আমির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আবদুল মতিন, অনুষ্ঠান শুরুতে একটি কেক কাটেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ। আলোচনা সভা শেষে সকল অতিথিদের দে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। মধ্যাহৃভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মুক্তির লড়াই ডেস্ক : 



























