মো. সালাউদ্দিন সোহাগ, স্টাফ রির্পোটার
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের বলরা বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাদক বিরোধী মোটর সাইকেল-ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রহিমানাগরের বলরা ইদ্রিস আলী বালুর মাঠে ফাইনাল খেলায় চাঁদপুর বুলেট একাদশ চাপাতলী ইয়াং স্টার একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান শীপ ট্রপি ও প্রথম পুরস্কার মোটর সাইকেল অর্জন করে। অনুষ্ঠানে খেলার আয়োজক সাবেক ছাত্রনেতা ও বলরা বন্ধন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো.সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব মো.মোশারফ হোসেন।
এসময় তিনি বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। এ সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য বন্ধন সামজ কল্যান সংস্থার সভাপতি সফিক চৌধুরীসহ সংগঠনের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এ বন্ধন সমাজ কল্যান সংস্থা আগামীতেও এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে গ্রাম পর্যায় থেকে ভালো খেলোয়ার তৈরীতে অগ্রনী ভূমিকা লাখবে বলে আমি আশাবাদি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, ইনসাফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন মাহমুদ, বিশিষ্ট সমাজ সেবক সোহেল প্রধানীয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল পাশা কামাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম খাজা।
আলোচনা শেষে চ্যাম্পিয়ান রানার আপ বিজয়ীদের মাঝে মোটর সাইকেল, ফ্রিজ ও ট্রপি বিতরণ করেন অতিথিসহ অতিথিবৃন্দ।