
দীপক কুমার দেবনাথ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৪উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে, দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। দূর্যোগে ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
মহড়া শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ, সরাইল ফায়ার সার্ভিসের লিডার মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























