ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীর পবায় নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩ Logo শেরপুর গারো পাহাড়ে ধানের জমিতে বন্যহাতির তাণ্ডব Logo ঝিনাইগাতীতে জমি ও টাকা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর, আহত ৬, আটক ১ Logo চান্দিনায় সার ব্যবসায়ীদের মানববন্ধন Logo গাইবান্ধায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন জুলাই যোদ্ধা আনারুল Logo বরুড়ায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মর্মান্তিক মৃত্যু Logo শিক্ষায় সংস্কার আনতে না পারলে শিক্ষকগণ প্রকৃত মর্যাদা পাবেন না Logo সাংবাদিকদের উপর হামলা,পঞ্চগড় জেলা বিএমইউজের নিন্দা Logo তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে সহযোগিতার ডাক Logo উহানে সেমিনার: ‘এক চীন নীতি’ আন্তর্জাতিক ন্যায়ের প্রতিফলন

যশোরে ইন্সটিটিউটে ৮ জানুয়ারি থেকে চারদিন নাট‍্য উৎসব

Exif_JPEG_420

উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি :
যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের আয়োজনে বি. সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে আগামী ৮ জানুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। উৎসব চলবে আগামী ১১ জানুয়ারি বুধবার পর্যন্ত। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় শিপন চৌধূরী রচিত ও স্বপন দাসের নির্দেশনায় এবং ইন্সটিটিউট নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “রক্তস্নান” পরিবেশিত হবে।
পরদিন ৯ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় শাহীন রহমান রচিত ও আসিফ খানের নির্দেশনায় এবং ব্যঞ্জন যশোরের পরিবেশনায় নাটক ‘শেষ গহ্বর’ পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মাস-উদ-জামান রচিত ও নির্দেশিত এবং শব্দ থিয়েটারের পরিবেশনায় নাটক “অব্যক্ত আঁধার ”পরিবেশিত হবে। পরদিন ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় টিটো রেদওয়ান রচিত ও নির্দেশিত এবং দিনাজপুর ভৈরব থিয়েটারের পরিবেশনায় নাটক “দানেশ উপ্যাখান” পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামলতনু দাসগুপ্ত রচিত ও আলমগীর হোসেন বাবু নির্দেশিত এবং তির্যক যশোরের পরিবেশনায় নাটক “চোরেদের লজ্জা হলো” পরিবেশিত হবে। চারদিনব্যাপী নাট্য উৎসবের শেষ দিন ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টায় মাইকেল মধুসূদন দত্ত রচিত ও স্বপনের নির্দেশনায় এবং নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় ও বিবর্তন যশোরের পরিবেশনায় নাটক “পাইছো চোরের কিচ্ছা”পরিবেশিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর পবায় নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার- ৩

SBN

SBN

যশোরে ইন্সটিটিউটে ৮ জানুয়ারি থেকে চারদিন নাট‍্য উৎসব

আপডেট সময় ০২:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি :
যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের আয়োজনে বি. সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে আগামী ৮ জানুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। উৎসব চলবে আগামী ১১ জানুয়ারি বুধবার পর্যন্ত। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় শিপন চৌধূরী রচিত ও স্বপন দাসের নির্দেশনায় এবং ইন্সটিটিউট নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “রক্তস্নান” পরিবেশিত হবে।
পরদিন ৯ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় শাহীন রহমান রচিত ও আসিফ খানের নির্দেশনায় এবং ব্যঞ্জন যশোরের পরিবেশনায় নাটক ‘শেষ গহ্বর’ পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মাস-উদ-জামান রচিত ও নির্দেশিত এবং শব্দ থিয়েটারের পরিবেশনায় নাটক “অব্যক্ত আঁধার ”পরিবেশিত হবে। পরদিন ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় টিটো রেদওয়ান রচিত ও নির্দেশিত এবং দিনাজপুর ভৈরব থিয়েটারের পরিবেশনায় নাটক “দানেশ উপ্যাখান” পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামলতনু দাসগুপ্ত রচিত ও আলমগীর হোসেন বাবু নির্দেশিত এবং তির্যক যশোরের পরিবেশনায় নাটক “চোরেদের লজ্জা হলো” পরিবেশিত হবে। চারদিনব্যাপী নাট্য উৎসবের শেষ দিন ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টায় মাইকেল মধুসূদন দত্ত রচিত ও স্বপনের নির্দেশনায় এবং নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় ও বিবর্তন যশোরের পরিবেশনায় নাটক “পাইছো চোরের কিচ্ছা”পরিবেশিত হবে।