ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা Logo থেমে থাকা বাসের পিছনে নিয়ন্ত্রণহারা বাসের ধাক্কা : প্রাণ গেলো হেলপারের Logo কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে ঘটনাস্থলেই ৪ জন নিহত Logo শ্রীবরদীতে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার Logo ঝিনাইগাতীতে সচিবের বিরুদ্ধে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Logo তিস্তায় ভেসে এলো একদিনের নবজাতকের মরদেহ Logo নতুন অধ্যায়ে চীনা বৈশিষ্ট্যপূর্ণ আধুনিক সিচাং গড়ার অঙ্গীকার Logo চতুর্দশ পাঁচশালা পরিকল্পনায় নির্ধারিত সময়ের আগেই গ্রামীণ সড়ক নির্মাণ Logo সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০ বছর পূর্তি উদযাপনে সি চিন পিং Logo আফগান-চীন টেকসই বন্ধুত্ব জোরদারে আগ্রহী কাবুল

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ও সারাদেশে পঞ্চম বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

চিকিৎসাসেবা পাওয়া নাগরিকের মৌলিক অধিকার। সরকারের দায়িত্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত নিরাময় কেন্দ্রগুলোতে রোগীরা সেবা নিতে আসেন মূলত বিনামূল্যে মানসম্মত চিকিৎসার আশায়। গরিব রোগীদের শেষ আশ্রয়স্থল এই সরকারি হাসপাতাল।

বিভিন্ন সেবার মান সূচকে জেলার ১৬টি ও চট্টগ্রাম বিভাগের ৯২টি স্বাস্থ্য কমপ্লেক্সকে পিছনে ফেলে প্রথম হয়েছে বরুড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও সারাদেশে পঞ্চম হয়েছে হাসপাতালটি। সোমবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।

জানা গেছে, স্বাস্থ্য সেবার মান, জনবল, স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান, প্রয়োজনীয় ঔষধ, যন্ত্রপাতি, সেবা, অবকাঠামোগত সুবিধা, নেতৃত্ব, সুশাসন, ব্যবস্থাপনা, সেবা প্রাপ্তির সুযোগ, গুণগত সেবা প্রদান, সেবার পরিধি, স্থানীয় পর্যবেক্ষণ ইত্যাদি সূচকে একটি মান নির্ধারণ করা হয়। পরে তা সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর সঙ্গে তুলনা করে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিন্মমুখীদের ক্রমান্বয়ে সাজানো হয়। এতে চট্টগ্রামের ৯২টি ও কুমিল্লার ১৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও সারা বাংলাদেশে পঞ্চম স্থানে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, এ অর্জন আমার একার নয়। হাসপাতালের প্রতিটি বিভাগে সর্বোচ্চ আন্তরিক সেবাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কনসালটেন্ট, ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, মেডিক্যাল এসিসটেন্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ। এই অর্জন প্রত্যেকের। সবাইকে শুভেচ্ছা।

এখানে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা কুমিল্লার সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক মহোদয়ের প্রতি। উনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। বরুড়ার মানুষের স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা

SBN

SBN

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ও সারাদেশে পঞ্চম বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা

চিকিৎসাসেবা পাওয়া নাগরিকের মৌলিক অধিকার। সরকারের দায়িত্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত নিরাময় কেন্দ্রগুলোতে রোগীরা সেবা নিতে আসেন মূলত বিনামূল্যে মানসম্মত চিকিৎসার আশায়। গরিব রোগীদের শেষ আশ্রয়স্থল এই সরকারি হাসপাতাল।

বিভিন্ন সেবার মান সূচকে জেলার ১৬টি ও চট্টগ্রাম বিভাগের ৯২টি স্বাস্থ্য কমপ্লেক্সকে পিছনে ফেলে প্রথম হয়েছে বরুড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও সারাদেশে পঞ্চম হয়েছে হাসপাতালটি। সোমবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নাছিমা আকতার।

জানা গেছে, স্বাস্থ্য সেবার মান, জনবল, স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান, প্রয়োজনীয় ঔষধ, যন্ত্রপাতি, সেবা, অবকাঠামোগত সুবিধা, নেতৃত্ব, সুশাসন, ব্যবস্থাপনা, সেবা প্রাপ্তির সুযোগ, গুণগত সেবা প্রদান, সেবার পরিধি, স্থানীয় পর্যবেক্ষণ ইত্যাদি সূচকে একটি মান নির্ধারণ করা হয়। পরে তা সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর সঙ্গে তুলনা করে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিন্মমুখীদের ক্রমান্বয়ে সাজানো হয়। এতে চট্টগ্রামের ৯২টি ও কুমিল্লার ১৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও সারা বাংলাদেশে পঞ্চম স্থানে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, এ অর্জন আমার একার নয়। হাসপাতালের প্রতিটি বিভাগে সর্বোচ্চ আন্তরিক সেবাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কনসালটেন্ট, ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, মেডিক্যাল এসিসটেন্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, আয়া, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মীবৃন্দ। এই অর্জন প্রত্যেকের। সবাইকে শুভেচ্ছা।

এখানে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা কুমিল্লার সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক মহোদয়ের প্রতি। উনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। বরুড়ার মানুষের স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।