
মোহাম্মদ আজগার আলী,
ফুলবাড়ী (দিনাজপুর)
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জগদীশ মহন্ত, শিখা বেকারির প্রতিনিধি মোঃ সাহেদ, ডুঙ্গী হোটেলের প্রতিনিধি উজ্জল মহন্ত, উত্তম সুইটের স্বত্বাধিকারী শ্রী উত্তম প্রাসাদ এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ ।
উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে ব্যবসায়ীদের কারণে ভোক্তারা যাতে কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং ও বাজার কে অব্যাহত রয়েছে। দ্রব্যের মূল্য বৃদ্ধি বা ভেজাল দ্রব্য এবং রং মেশানো ইফতারির ভোজ্য পণ্য এবং দ্রব্যের মূল্য তালিকা কোন প্রতিষ্ঠানে টাঙ্গানো না থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে সারাদেশে কাজ করেন ক্যাব। উপজেলা পর্যায়ে ক্যাব এর কমিটি দীর্ঘদিন থেকে না থাকায় নিয়মিত বাজার তদারকিও হচ্ছেনা। দুই একজন ক্যাবের পরিচয় ব্যবহার করলেও দীর্ঘদিন থেকে নেই কোনো কার্যক্রম। কাজেই উপজেলায় ক্যাব এর একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করা দরকার বলে মনে করেন উপস্থিত সুধিজন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























