আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আমতলী উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি’র মধ্যে দিয়ে আজ রবিবার দিবসটি পালন করা হয়েছে।আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া,ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের, ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা সহ বিভিন্ন দপ্তর,প্রতিষ্ঠান প্রধান,মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।