ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা Logo থেমে থাকা বাসের পিছনে নিয়ন্ত্রণহারা বাসের ধাক্কা : প্রাণ গেলো হেলপারের Logo কুমিল্লায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে ঘটনাস্থলেই ৪ জন নিহত Logo শ্রীবরদীতে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার Logo ঝিনাইগাতীতে সচিবের বিরুদ্ধে উপবৃত্তির টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Logo তিস্তায় ভেসে এলো একদিনের নবজাতকের মরদেহ Logo নতুন অধ্যায়ে চীনা বৈশিষ্ট্যপূর্ণ আধুনিক সিচাং গড়ার অঙ্গীকার Logo চতুর্দশ পাঁচশালা পরিকল্পনায় নির্ধারিত সময়ের আগেই গ্রামীণ সড়ক নির্মাণ Logo সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ৬০ বছর পূর্তি উদযাপনে সি চিন পিং Logo আফগান-চীন টেকসই বন্ধুত্ব জোরদারে আগ্রহী কাবুল

সরাইলে সরকারি ঔষধ পেতে গুনতে হয় টাকা

দীপক কুমার দেব নাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারি ঔষধ পেতে গুনতে হয় টাকা। এমন অভিযোগ ঔষধ নিতে আসা স্থানীয় রোগীদের।

তবে বাস্তবে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে নেই কোন মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট সহ অন্যান্য লোকবল। সপ্তাহে ২-৩ দিন সেখানে বসে ঔষধ বিতরণ করেন অফিস সহায়ক প্রানেশ কুমার নামের এক জন। পরিবার পরিকল্পনা পরিদর্শিকার(এফডব্লিওভি) দায়িত্ব পালন করেন দিলরুবা আক্তার।

রোগীদের অভিযোগ চিকিৎসক তো নেই-ই তার ওপর টাকা ছাড়া মিলে না কোন সরকারি ঔষধ। তারা বলছিলেন আগে দিতে হতো ২০ টাকা। এরপর ৩০ এখন দিতে হচ্ছে ৪০ টাকা। তবে দায়িত্বে নিয়োজিতরা সরকারি ঔষধ দিয়ে টাকা নেয়ার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, সরকারি ঔষধ ফ্রি। টাকা নেয়ার প্রশ্নই আসে না। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে । সরজমিনে দেখা যায়, গত রোববার ঘড়ির কাটায় সকাল ১০টা ৫ মিনিট। উপস্বাস্থ্য কেন্দ্রে আশপাশের গ্রাম থেকে আসা শিশুদের নিয়ে ২০-২৫ জন মহিলার দল লাইনে দাঁড়িয়ে আছেন। তারা একজন একজন করে ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ পর হাতে করে ঔষধ নিয়ে বেড়িয়ে আসছেন।

এখানে কেমন চিকিৎসা চলছে জানতে চাইলে, নাম প্রকাশ না করার শর্তে ৩-৪ জন মহিলা বলতে থাকেন, আমরা অনেক কষ্ট করে এখানে আসি চিকিৎসা নিতে। শিশু ও আমাদের সমস্যার চিকিৎসার উদ্যেশ্যে আসি। কিন্তু গত কয়েক বছর ধরে এখানে কোন চিকিৎসক নেই। ঔষধ দিতেন একজন ফার্মাসিস্ট তিনিও আসেন না। নেই এমএলএসএসও। বলতে গেলে স্বাস্থ্য বিভাগের কোন লোকই নেই। প্রাণেষ নামের একজন লোক আসেন মাঝে মধ্যে। কয়েকটা টাকা নিয়ে তিনি কিছু ঔষধ দেন। আর ওদিকে পরিবার পরিকল্পনা বিভাগের একজন মহিলা বসেন। মা ও শিশুদের দেখে তিনি সিরাপ আর ট্যাবলেট দেন। এর জন্য তিনি আগে আমাদের কাছ থেকে নিতেন ২০ টাকা। এখন তিনি ৪০ টাকার কম দিলে ঔষধ দেন না। সরকার নাকি আমাদেরকে বিনামূল্যে ঔষধ দিয়েছেন। তাহলে আবার টাকা নেয় কেন?

আরেক মহিলা বলেন, আমার দুই বাচ্চার ঔষধের জন্য ৮০ টাকা দিতে হয়েছে। কার কাছে অভিযোগ করবো? এদের অনেক ক্ষমতা। অভিযোগ দিলে আমাদেরকে উল্টো বিপদে ফেলে দিবে।

এই বিষয়ে জানতে চাইলে উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফডব্লিউভি) দিলরুবা আক্তার বলেন, টাকা নেয়ার অভিযোগটি মিথ্যা। বেশ কিছু দিন ঔষধের সরবরাহ ছিল না। গত কয়েকদিন আগে ঔষধ আসছে। আমি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছি। স্বাস্থ্য বিভাগের একজন মাঝেমধ্যে আসেন।

শাহজাদাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আকিজ উদ্দিন বলেন, এফডব্লিওভি মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। সরকারি ঔষধ দিয়ে টাকা নেয়ার কোন বিধান নেই। এমনটা করে থাকলে সেইটা অপরাধ।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক তানজিদ তামান্না দিনা বলেন, সেখানে শিশু ও গর্ভবতী মায়েদের ঔষধ সরবরাহ আছে। ঔষধের বিনিময়ে টাকা নেয়া মোটেও বিধি সম্মত নয়। সরকারি ঔষধ ক্রয়-বিক্রয় দুটোই দন্ডনীয় অপরাধ। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা

SBN

SBN

সরাইলে সরকারি ঔষধ পেতে গুনতে হয় টাকা

আপডেট সময় ০৫:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪

দীপক কুমার দেব নাথ,
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহজাদাপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারি ঔষধ পেতে গুনতে হয় টাকা। এমন অভিযোগ ঔষধ নিতে আসা স্থানীয় রোগীদের।

তবে বাস্তবে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে নেই কোন মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট সহ অন্যান্য লোকবল। সপ্তাহে ২-৩ দিন সেখানে বসে ঔষধ বিতরণ করেন অফিস সহায়ক প্রানেশ কুমার নামের এক জন। পরিবার পরিকল্পনা পরিদর্শিকার(এফডব্লিওভি) দায়িত্ব পালন করেন দিলরুবা আক্তার।

রোগীদের অভিযোগ চিকিৎসক তো নেই-ই তার ওপর টাকা ছাড়া মিলে না কোন সরকারি ঔষধ। তারা বলছিলেন আগে দিতে হতো ২০ টাকা। এরপর ৩০ এখন দিতে হচ্ছে ৪০ টাকা। তবে দায়িত্বে নিয়োজিতরা সরকারি ঔষধ দিয়ে টাকা নেয়ার বিষয়টি মিথ্যা বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, সরকারি ঔষধ ফ্রি। টাকা নেয়ার প্রশ্নই আসে না। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে । সরজমিনে দেখা যায়, গত রোববার ঘড়ির কাটায় সকাল ১০টা ৫ মিনিট। উপস্বাস্থ্য কেন্দ্রে আশপাশের গ্রাম থেকে আসা শিশুদের নিয়ে ২০-২৫ জন মহিলার দল লাইনে দাঁড়িয়ে আছেন। তারা একজন একজন করে ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ পর হাতে করে ঔষধ নিয়ে বেড়িয়ে আসছেন।

এখানে কেমন চিকিৎসা চলছে জানতে চাইলে, নাম প্রকাশ না করার শর্তে ৩-৪ জন মহিলা বলতে থাকেন, আমরা অনেক কষ্ট করে এখানে আসি চিকিৎসা নিতে। শিশু ও আমাদের সমস্যার চিকিৎসার উদ্যেশ্যে আসি। কিন্তু গত কয়েক বছর ধরে এখানে কোন চিকিৎসক নেই। ঔষধ দিতেন একজন ফার্মাসিস্ট তিনিও আসেন না। নেই এমএলএসএসও। বলতে গেলে স্বাস্থ্য বিভাগের কোন লোকই নেই। প্রাণেষ নামের একজন লোক আসেন মাঝে মধ্যে। কয়েকটা টাকা নিয়ে তিনি কিছু ঔষধ দেন। আর ওদিকে পরিবার পরিকল্পনা বিভাগের একজন মহিলা বসেন। মা ও শিশুদের দেখে তিনি সিরাপ আর ট্যাবলেট দেন। এর জন্য তিনি আগে আমাদের কাছ থেকে নিতেন ২০ টাকা। এখন তিনি ৪০ টাকার কম দিলে ঔষধ দেন না। সরকার নাকি আমাদেরকে বিনামূল্যে ঔষধ দিয়েছেন। তাহলে আবার টাকা নেয় কেন?

আরেক মহিলা বলেন, আমার দুই বাচ্চার ঔষধের জন্য ৮০ টাকা দিতে হয়েছে। কার কাছে অভিযোগ করবো? এদের অনেক ক্ষমতা। অভিযোগ দিলে আমাদেরকে উল্টো বিপদে ফেলে দিবে।

এই বিষয়ে জানতে চাইলে উপস্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (এফডব্লিউভি) দিলরুবা আক্তার বলেন, টাকা নেয়ার অভিযোগটি মিথ্যা। বেশ কিছু দিন ঔষধের সরবরাহ ছিল না। গত কয়েকদিন আগে ঔষধ আসছে। আমি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছি। স্বাস্থ্য বিভাগের একজন মাঝেমধ্যে আসেন।

শাহজাদাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আকিজ উদ্দিন বলেন, এফডব্লিওভি মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। সরকারি ঔষধ দিয়ে টাকা নেয়ার কোন বিধান নেই। এমনটা করে থাকলে সেইটা অপরাধ।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক তানজিদ তামান্না দিনা বলেন, সেখানে শিশু ও গর্ভবতী মায়েদের ঔষধ সরবরাহ আছে। ঔষধের বিনিময়ে টাকা নেয়া মোটেও বিধি সম্মত নয়। সরকারি ঔষধ ক্রয়-বিক্রয় দুটোই দন্ডনীয় অপরাধ। প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।