
কিনে দিও
নাসরীণ রীণা
একটি পাহাড় কিনে দিও ; সমতল চাই না।
আমি সেথা সবুজ বনানি সৃজিব।
এক জনমের কাঙ্ক্ষিত সুখের চাষ
আমি নিজেই করে নেবো।
একটা সাগরও চাই কিনতে ;
ময়ূরপঙ্খী ভাসাবো।
ডুবতে আমি চাইনা মোটেই
হৃদসাম্পানে তোমায়ও ভাসাবো।
আমার জন্য একটা আকাশও কিনে দিও
আমি বিহগী – উড়ব কেবলই
তুমিও থেকো পাশাপাশি।
একটা নদীও আমার লাগবে কিন্তু
আমি বয়ে যাব নিরবধি,
আমার সত্ত্বাকে মেশাবো নদীতে
তুমি সাগর হয়ে কাছে টানবে
আমি মোহনাতে সঁপে দেবো নিজেকে।
সুখ দিওনা সরাসরি
উপকরণ কিনে দিও ভরি
আমি সুখ রচনা করে নেবো যদি পারি।