ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিনে দিও

কিনে দিও
নাসরীণ রীণা

একটি পাহাড় কিনে দিও ; সমতল চাই না।
আমি সেথা সবুজ বনানি সৃজিব।
এক জনমের কাঙ্ক্ষিত সুখের চাষ
আমি নিজেই করে নেবো।
একটা সাগরও চাই কিনতে ;
ময়ূরপঙ্খী ভাসাবো।
ডুবতে আমি চাইনা মোটেই
হৃদসাম্পানে তোমায়ও ভাসাবো।
আমার জন্য একটা আকাশও কিনে দিও
আমি বিহগী – উড়ব কেবলই
তুমিও থেকো পাশাপাশি।
একটা নদীও আমার লাগবে কিন্তু
আমি বয়ে যাব নিরবধি,
আমার সত্ত্বাকে মেশাবো নদীতে
তুমি সাগর হয়ে কাছে টানবে
আমি মোহনাতে সঁপে দেবো নিজেকে।
সুখ দিওনা সরাসরি
উপকরণ কিনে দিও ভরি
আমি সুখ রচনা করে নেবো যদি পারি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিনে দিও

আপডেট সময় ০৭:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

কিনে দিও
নাসরীণ রীণা

একটি পাহাড় কিনে দিও ; সমতল চাই না।
আমি সেথা সবুজ বনানি সৃজিব।
এক জনমের কাঙ্ক্ষিত সুখের চাষ
আমি নিজেই করে নেবো।
একটা সাগরও চাই কিনতে ;
ময়ূরপঙ্খী ভাসাবো।
ডুবতে আমি চাইনা মোটেই
হৃদসাম্পানে তোমায়ও ভাসাবো।
আমার জন্য একটা আকাশও কিনে দিও
আমি বিহগী – উড়ব কেবলই
তুমিও থেকো পাশাপাশি।
একটা নদীও আমার লাগবে কিন্তু
আমি বয়ে যাব নিরবধি,
আমার সত্ত্বাকে মেশাবো নদীতে
তুমি সাগর হয়ে কাছে টানবে
আমি মোহনাতে সঁপে দেবো নিজেকে।
সুখ দিওনা সরাসরি
উপকরণ কিনে দিও ভরি
আমি সুখ রচনা করে নেবো যদি পারি।