
প্রেম
সেন্টু রঞ্জন চক্রবর্তী
প্রেম দেখে ভাবি আমি
প্রেম কতো সস্তা,
প্রেম যেনো বাজারের
পঁচা সব্জির বস্তা।
অনেকের প্রেম দেখি
গোলাপের পাঁপড়ি,
ফুল সাজি নয় সেটা
সাপুড়ের ঝাঁপরী।
কারো কাছে প্রেম আবার
বিলাসের পসরা,
কথা বলে ফাইনাল
আসলে সে খসড়া।
প্রেম প্রেম করে যারা
ভাবে ফুল শয্যা ,
অভাবে পড়লেই
প্রেম খুঁজে দরজা।
আমি বলি প্রেম মিষ্টি
সেটা নয় মন্দ,
প্রেম নিয়ে বৈকুন্ঠে
লেগে আছে দ্বন্দ্ব।
প্রেম যদি হবে এমন
কি তার দরকার,
প্রেমে প্রেমে দুনিয়াটা
হবে যদি ছারখার।
(আগরতলা ২৩/০৩/২০২৪)