
কোথায় স্বাধিকার
মনজুর মোরশেদ
দুই টাকা দর বেগুন কেজি
চাষির মনে ক্ষোভ,
রাখবে না আর বেগুনের ক্ষেত
গাছের গোড়ায় কোপ।
কোথায় এখন সুশীল সমাজ-
ভোক্তা অধিকার?
কৃষক মরে নীরব শোকে
কোথায় স্বাধিকার?
তোমরা তো ভাই এক রসুনের
ভিন্ন -ভিন্ন কোষ,
মিডিয়া সব সামনে রেখে
এরাও শুধুই দোষ।
ন্যায্য মূল্য পায়না চাষী
কষ্টে কাটে দিন,
দিনকে দিন বেড়েই চলছে
সুদের টাকার ঋণ।
কারে বলি দুঃখের কথা
শুনবে বল কেউ?
চাষির মনে বয় যে সদা
দুঃখ নামের ঢেউ।
ভাবতে আমার অবাক লাগে
এই কি সোনার দেশ?
চোরের হাতে মশাল দিয়ে
হইলো বুঝি শেষ!