
পুরান পাখি
দেবিকা দত্ত
বন্দী করিল যারা আমারে
যারা খর্ব করলো মুক্ত সত্তা
আল্লাহ জানে অন্তরের যন্ত্রণা
পাইল কি তারা আমারে বন্দী করে
আমি তো আপন মনে উড়িয়া বেড়াতাম
মাঠ ঘাট নদী নালা আমার চেনা গ্রামগুলি।
নাম দিল তারা পুরান পাখি
আমি নাকি বলেদি ভবিষ্যৎ
জানলো নাকো আমার ভবিষ্যতে
হইবে খাঁচার বন্দি দশা
ইহাই হয়তো আমার শেষ উপাখ্যান
প্রাণ ত্যাগ করার আগে
মুক্তশ্বাস নিয়ে বলিলাম
আল্লাহ হেফাজতে রেখো
আমি চললাম তোমার অন্তরে।