ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আমের মুকুল

আমের মুকুল
বিধান চন্দ্র দেবনাথ
গাছে গাছে আমের মুকুল
হাওয়ায় দোল খায়,
পাখিরা সব উড়ে উড়ে
কিচির মিচির গায়।
আম মুকুলে গাছগুলো সব
হলুদ হয়ে আছে,
আম মুকুলের পাগল করা ঘ্রান
বাতাসেতে ভাসে।
আম মুকুলের থোকায় থোকায়
মৌমাছির দল ঘুরে,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
মধু সংগ্রহ করে।
কয়েক দিন পর মুকুল থেকে
হয়ে যাবে আম,
আম কুড়াতে ছুটে আসবে
রনি জনি আর রাম।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

আমের মুকুল

আপডেট সময় ০২:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
আমের মুকুল
বিধান চন্দ্র দেবনাথ
গাছে গাছে আমের মুকুল
হাওয়ায় দোল খায়,
পাখিরা সব উড়ে উড়ে
কিচির মিচির গায়।
আম মুকুলে গাছগুলো সব
হলুদ হয়ে আছে,
আম মুকুলের পাগল করা ঘ্রান
বাতাসেতে ভাসে।
আম মুকুলের থোকায় থোকায়
মৌমাছির দল ঘুরে,
উড়ে উড়ে ঘুরে ঘুরে
মধু সংগ্রহ করে।
কয়েক দিন পর মুকুল থেকে
হয়ে যাবে আম,
আম কুড়াতে ছুটে আসবে
রনি জনি আর রাম।