কুমিল্লা জজ কোর্টের আইনজীবিরা সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহেরের নানা অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ রবিবার (২৪ মার্চ) দুপুরে জজ কোর্ট প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনিয়মের প্রতিবাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আইন অঙ্গন। তারা সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহেরের বিগত দুইবারের দায়িত্ব পালনকালীন সময়ের নানা অনিয়ম ও দুর্নীতির বিচার দাবি করেন।
জানা যায়, এডভোকেট আবু তাহের ২০২২-২৩ ও ২৩-২৪ এর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। গত ২০২২-২৩ এর কমিটির সময়েও তার বিরূদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছিল সাধারণ আইনজীবীরা। তবে এবার তার বিরূদ্ধে আরো গুরুতর অভিযোগ উঠেছে। ফেসবুকে বিভিন্ন আইনজীবিরা তার বিরুদ্ধে দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছেন। ২০২২-২৩ সেশনে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক সেক্রেটারির বিরুদ্ধে। অর্থ আত্মসাতের ১৫ পাতার একটি তদন্ত প্রতিবেদন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায়, সমিতির তত্ত্বাবধানে ছাপানো ওকালতনামা, হাজিরাসহ বিভিন্ন কাগজ বিক্রির হিসেবে ৮২ লাখ টাকার অনিয়ম করেছেন সাবেক সাধারণ সম্পাদক। ক্রয় কমিটি ও বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপক অনিয়ম তুলে ধরা হয়েছে, যার পরিমাণ প্রায় দুই কোটি টাকা। আইনজীবী সমিতির হিসাব রক্ষক মোঃ সুমন মিয়ার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। দলমত নির্বিশেষে সকল আইনজীবী তাদের বিরূদ্ধে আন্দোলন করছেন। এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা যায়।