
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভূমিদস্য, মোহাম্মদ জসিম উদ্দিন রায়হান ওরফে রানা মেম্বারকে(৫০) গ্রেফতার করেছে চর জব্বর থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ১টি লোহার ধারালো লম্বা দা উদ্ধার করে পুলিশ।
রবিবার দিবাগত রাত আড়াইটার সময় উপজেলার ৫ নং চর জুবলি ইউনিয়নের হারিছ চৌধুরীর বাজার সংলগ্ন হাই সাহেবের বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
রানা মেম্বার ৫ নং চর জুবিলী ইউনিয়নের চর মহি উদ্দিন গ্রামের বাসিন্দা এবং একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ জসিম ওরফে রায়হান ওরফে রানা মেম্বার এর বিরুদ্ধে অস্ত্রবাজি, চাঁদাবাজি, দস্যুতা, দখলদারীসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে চরজব্বর থানা এলাকায় ৫ নং চর জুবলি ইউনিয়নের পশ্চিম চর জুবলি গ্রামের হারিছ চৌধুরীর বাজার সংলগ্ন হাই সাহেবের বিল্ডিং থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে চরজব্বর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























