
ফিলিস্তিনি আর্তনাদ
শাহজালাল সুজন
ফিলিস্তিনি রাষ্ট্র এখন
ধ্বংসস্তূপে বয়,
গুলির শব্দ ঝংকানিতে
মৃত্যুপুরী হয়।
নিথর দেহ পুড়ে কালো
ধূপে খেলে ঢেউ,
ইসরাইলের আগ্রাসনে
বাধা দেয় না কেউ।
মা মাটি দেশ হয়ে বলি
যেন হোলির মাঠ,
মায়ের কোলে মৃত্যু শিশু
কাঁপে আরশ খাট।
নাড়ি ছেঁড়া বাঁধন খুলে
মায়ে তুলে হাত,
গগন চিরে প্রভুর ধারে
হয় ফরিয়াদ সাথ।
শান্ত হবে কখন এ দেশ
পাবে ন্যায্য ঠাঁই,
শেষ দিবসে হাশর মাঠে
বিচার করবে সাঁই।