
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয়
দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলেও ছিল নানান আয়োজন। মঙ্গলবার দিনের শুরুতেই কেন্দ্রীয় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর একে একে উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের লোকজন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সরাইল সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সরাইল আশুগঞ্জ আসনের সাংসদ মঈন উদ্দিন মঈন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উল আলম ভূইয়া। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম প্রমুখ।
এরপর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
পরে উপজেলা চত্তরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সংসদ মঈন উদ্দিন মঈন। এছাড়াও সকল মুক্তিযোদ্ধাগন এসময় উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এছাড়া সকল মসজিদ মন্দিরে মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকালে সরাইল উপজেলা ত্রিতাল সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























