রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
স্বাধীনতার ৫৪ তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। আজকের দিনটি BUMBLE BEE Production উদযাপন করেছে স্পর্শ টিমের এক ঝাঁক তরুণের গাওয়া স্বাধীনতার গান ‘হেইয়া রে’ এর মাধ্যমে। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুণ শিল্পী জে কে এইচ জিসান। গানটির কথা লিখেছেন বিশাল সাহা। গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীরা হলেন সৌরভ, আফরিস, প্রজ্ঞা, অরিত্র, শাওন, ইশতিয়া, ছন্দা, দময়ন্তী ও জিসান।
গীতিকার বিশাল সাহার কাছে গানটির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নিজের দেশ নিয়ে কিছু লিখতে পারা ভীষণ আনন্দের, সেই সাথে চ্যালেঞ্জের। সঙ্গীত পরিচালক জিসান যখন গানটি লেখার ব্যাপারে বলে তখন বেশ রোমাঞ্চিত ছিলাম। খুব অল্প সময়ে গানটির কথা লেখা সহ বাকি কাজ হয়েছে। তবে যত্নের কমতি ছিলো না। আশাকরি দর্শক স্রোতা গানটি বেশ উপভোগ করবেন। ‘
উল্লেখ্য, গানটির ভিডিও প্রযোজনা করেছে প্রযোজনা সংস্থা BUMBLE BEE Production, তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করেছে আজ।