ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রোজা এলে নতুন বউ 

 রোজা এলে নতুন বউ 
 আব্দুস সাত্তার সুমন
রোজা এলে নতুন বউ
ঘোমটা দিয়ে যাবে,
হোটেল ঘরে চুপটি করে
গোপন করে খাবে।
ডানে বামে তাকায় দেখে
দেখল না যে কেউ!
লজ্জা শরম মাথা খেয়ে
রমজান মাসের বউ।
 ইফতার আগে রোজা ছাড়ে
বাজার ঘাটে তারা,
ভাবখানা যে সহীহ মুসলিম
খাবার খেয়ে সারা।
নামাজ কালাম পড়ে না রে
ঈদের নামাজ আগে,
কদর রাতে মসজিদ ঘরে
না ঘুমিয়ে জাগে।
দানের টাকা মেরে খাবে
যাকাত গোপন করে,
টুপি আতর গায় মেখে
পরের ভুলটি ধরে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোজা এলে নতুন বউ 

আপডেট সময় ১০:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
 রোজা এলে নতুন বউ 
 আব্দুস সাত্তার সুমন
রোজা এলে নতুন বউ
ঘোমটা দিয়ে যাবে,
হোটেল ঘরে চুপটি করে
গোপন করে খাবে।
ডানে বামে তাকায় দেখে
দেখল না যে কেউ!
লজ্জা শরম মাথা খেয়ে
রমজান মাসের বউ।
 ইফতার আগে রোজা ছাড়ে
বাজার ঘাটে তারা,
ভাবখানা যে সহীহ মুসলিম
খাবার খেয়ে সারা।
নামাজ কালাম পড়ে না রে
ঈদের নামাজ আগে,
কদর রাতে মসজিদ ঘরে
না ঘুমিয়ে জাগে।
দানের টাকা মেরে খাবে
যাকাত গোপন করে,
টুপি আতর গায় মেখে
পরের ভুলটি ধরে।