ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মতবিনিময় Logo লাকসামে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা Logo পবা-মোহনপুর আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা Logo চট্টগ্রামের বহিঃনোঙ্গরে আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে আটক Logo সরাইলে জামি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আটক ১৫, আহত ২৫ Logo ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে চাই -আলহাজ্ব সেলিম মাহমুদ Logo নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ‎বরুড়ায় ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদককে সংবর্ধনা Logo খিলগাঁও থেকে নিখোঁজ তিনজন শিশু ফিরলো মায়ের কোলে

বো’আও এশিয়া ফোরাম বিশ্বের জন্য একটি জানালা

  • তুহিনা:
  • আপডেট সময় ০৫:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

বো’আও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন ২৮ মার্চ হাইনান প্রদেশের বো’আওতে শুরু হয়। অনেক সাব-ফোরাম ও সংশ্লিষ্ট সম্মেলনও এতে আয়োজন করা হবে। এবারের ফোরামে একসঙ্গে অভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, বো’আও এশিয়া ফোরাম এশিয়ার দেশগুলোর জন্য যৌথভাবে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, উন্নয়নের সুযোগ ভাগাভাগি করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা
বো’আও এশিয়া ফোরামের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা বলেন, বো’আও এশিয়া ফোরাম বিশ্বের জন্য একটি জানালা। তাই, চীনা সরকার ফোরামটিকে বেশ গুরুত্ব দেয়। এই ফোরাম অব্যাহতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

কাজাখস্তানের আস্তানা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের প্রেসিডেন্ট বেক্টুরভ কাজাখস্তানের আস্তানা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের প্রেসিডেন্ট বেক্টুরভ বলেন, বহুপক্ষবাদ ও সহযোগিতা বো’আও এশিয়া ফোরামের চেতনা। তিনি মনে করেন, এবারের ফোরামে উত্থাপিত চারটি প্রধান আলোচনার বিষয় অর্থপূর্ণ, যা মানবজাতির উন্নয়নের অভিন্ন বিষয়। এজন্য বিভিন্ন দেশের মধ্যে আরও বেশি যোগাযোগ ও বিনিময় প্রয়োজন। বো’আও ঠিক এমনই একটি প্ল্যাটফর্ম প্রদান করে যে, সবাই কূটনৈতিক উপায় মতভেদ ও সংঘাত সমাধান করতে পারে।

থাইল্যান্ড-চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক উইলেন ফিচিওংপারদি
থাইল্যান্ড-চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক উইলেন ফিচিওংপারদি বলেন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার দুর্বল ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে বো’আও এশিয়া ফোরাম এশিয়ার দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ফোরাম চীনের অব্যাহত উন্মুক্তকরণের দৃঢ়প্রতিজ্ঞা প্রদর্শন করে। তিনি মনে করেন, চীনের উচ্চমানের উন্মুক্তকরণ বিশ্বের জন্য সুযোগ নিয়ে এসেছে। এশিয়ান দেশগুলোর উচিত একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি বিশ্বাস করেন, চীনের নতুন মানের উৎপাদন শক্তি এশিয়ার উন্নয়নের নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে, এশিয়ার সব দেশ এ থেকে উপকৃত হবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসক এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

SBN

SBN

বো’আও এশিয়া ফোরাম বিশ্বের জন্য একটি জানালা

আপডেট সময় ০৫:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

বো’আও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন ২৮ মার্চ হাইনান প্রদেশের বো’আওতে শুরু হয়। অনেক সাব-ফোরাম ও সংশ্লিষ্ট সম্মেলনও এতে আয়োজন করা হবে। এবারের ফোরামে একসঙ্গে অভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলার মতো বিষয় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, বো’আও এশিয়া ফোরাম এশিয়ার দেশগুলোর জন্য যৌথভাবে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, উন্নয়নের সুযোগ ভাগাভাগি করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা
বো’আও এশিয়া ফোরামের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা বলেন, বো’আও এশিয়া ফোরাম বিশ্বের জন্য একটি জানালা। তাই, চীনা সরকার ফোরামটিকে বেশ গুরুত্ব দেয়। এই ফোরাম অব্যাহতভাবে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

কাজাখস্তানের আস্তানা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের প্রেসিডেন্ট বেক্টুরভ কাজাখস্তানের আস্তানা আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের প্রেসিডেন্ট বেক্টুরভ বলেন, বহুপক্ষবাদ ও সহযোগিতা বো’আও এশিয়া ফোরামের চেতনা। তিনি মনে করেন, এবারের ফোরামে উত্থাপিত চারটি প্রধান আলোচনার বিষয় অর্থপূর্ণ, যা মানবজাতির উন্নয়নের অভিন্ন বিষয়। এজন্য বিভিন্ন দেশের মধ্যে আরও বেশি যোগাযোগ ও বিনিময় প্রয়োজন। বো’আও ঠিক এমনই একটি প্ল্যাটফর্ম প্রদান করে যে, সবাই কূটনৈতিক উপায় মতভেদ ও সংঘাত সমাধান করতে পারে।

থাইল্যান্ড-চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক উইলেন ফিচিওংপারদি
থাইল্যান্ড-চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ গবেষণা কেন্দ্রের পরিচালক উইলেন ফিচিওংপারদি বলেন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার দুর্বল ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে বো’আও এশিয়া ফোরাম এশিয়ার দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ফোরাম চীনের অব্যাহত উন্মুক্তকরণের দৃঢ়প্রতিজ্ঞা প্রদর্শন করে। তিনি মনে করেন, চীনের উচ্চমানের উন্মুক্তকরণ বিশ্বের জন্য সুযোগ নিয়ে এসেছে। এশিয়ান দেশগুলোর উচিত একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি বিশ্বাস করেন, চীনের নতুন মানের উৎপাদন শক্তি এশিয়ার উন্নয়নের নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে, এশিয়ার সব দেশ এ থেকে উপকৃত হবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।