
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি বধির বিদ্যালয় কর্তৃক রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সদস্য ও গরিব, অসহায় বধির প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব-২০২৪ উপলক্ষে ঈদ ও বিজু সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিঃ) রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
অনুষ্ঠানে পুলিশ সুপার পবিত্র ঈদুল ফিতর ও বিজু উৎসব-২০২৪ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। এসময় তিনি গরিব, অসহায় বধির প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে পুলিশ সুপার রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জাহেদুল ইসলাম, পিপিএম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী এবং রাঙ্গামাটি বধির বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























