ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সূর্যের সাথে

xr:d:DAGBuilzv5Q:28,j:3589793199090930306,t:24040905

সূর্যের সাথে
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার,ভারত,

 

সূর্যের তেজ মনে নিয়ে,
এগিয়ে চলি দুর্দান্ত সাহসিকতাকে নিয়ে।
তেজস্ক্রিয় চেতনা গায়ে মেখে,
আমি খুঁজে চলেছি সূর্যের প্রখরতার বিষয়ে।

হেটে চলেছি,
হোঁচট খেয়েছি,
আঁধার পেয়েছি,
তখন সূর্য হয়েছি,
নিজের জন্য নিজে,
আলো তৈরী করেছি।

নেকড়ে ছুট দিয়েছিলো,
আমায় নিশানা করে!
আমার হাতে অস্ত্র ছিলোনা,
আমি সূর্য হয়ে যাই,
আমার থেকে আগুনের তাপ ছড়াচ্ছিলো,
নেকড়ে পুরে যাওয়ার ভয় পেলো,
সেখান থেকে চলে গেলো,
‌আমি রক্ষা পেলাম,
আমি আবার আমার অবস্থায় ফিরে আসলাম।

বিকেলে সূর্যের চোখে চোখ রেখে
বলি,
আমি সেই সূর্য হবো যার অস্ত নেই,
যা অন্যের মনকে সবসময় আলোকিত রাখবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সূর্যের সাথে

আপডেট সময় ১১:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

সূর্যের সাথে
প্রিয়াংকা নিয়োগী
কোচবিহার,ভারত,

 

সূর্যের তেজ মনে নিয়ে,
এগিয়ে চলি দুর্দান্ত সাহসিকতাকে নিয়ে।
তেজস্ক্রিয় চেতনা গায়ে মেখে,
আমি খুঁজে চলেছি সূর্যের প্রখরতার বিষয়ে।

হেটে চলেছি,
হোঁচট খেয়েছি,
আঁধার পেয়েছি,
তখন সূর্য হয়েছি,
নিজের জন্য নিজে,
আলো তৈরী করেছি।

নেকড়ে ছুট দিয়েছিলো,
আমায় নিশানা করে!
আমার হাতে অস্ত্র ছিলোনা,
আমি সূর্য হয়ে যাই,
আমার থেকে আগুনের তাপ ছড়াচ্ছিলো,
নেকড়ে পুরে যাওয়ার ভয় পেলো,
সেখান থেকে চলে গেলো,
‌আমি রক্ষা পেলাম,
আমি আবার আমার অবস্থায় ফিরে আসলাম।

বিকেলে সূর্যের চোখে চোখ রেখে
বলি,
আমি সেই সূর্য হবো যার অস্ত নেই,
যা অন্যের মনকে সবসময় আলোকিত রাখবে।