ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এখানে

Oplus_131072

এখানে
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা, ভারত

এখানে সম্প্রতি
নতুন করে ঘটেছে অবাক বিস্ময়,
এখানে প্রকৃতি মেনেছে
নির্মম পরাজয়।

এখানে
বিন্যস্ত স্বপ্নেরা ভবঘুরে,
খরা, মারি ও মড়ক আঘাত করেছে
বারেবারে ঘুরেফিরে।

এখানে
কষ্টরা পরেছে পাথর চাপা,
কতোটা বেদনা, কতোটা পরিহাস
যাবেনা মাপা।

রাত নেমে এলে
তরুলতা দুলে দুলে বিরহের গান গায়,
ইচ্ছের ঘুড়ি সুতা কেটে
এখানেই পরে যায়।

কঠিন নিয়তি
এখানে এনেছে অপ্রাপ্য উপহার,
এখানে জীবন পেয়েছে
অবহেলা ও তিরস্কার বারবার।

এখানে মাঝ রাতে
কেঁদে ছুটে যায় ব্যর্থ প্রেমিক প্রেমিকা,
হলদে পাতারা মাথা কুটে মাটিতে
বিশাল মহাকাব্যের দুর্ভাগ্য লেখা।

এখানে
পাথরের বুক ফেটে যায় তৃষ্ণায়,
এখানে দুর্দৈব পায়চারি করে প্রতিদিন
নতুন নতুন আশংকায়।

তবুও এখানে
মানুষেরা বারবার স্বপ্ন দেখে,
সুখে ও দুঃখে, মারি ও মড়কে
জীবনের ছবি আঁকে।

 আগরতলা, ভার

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখানে

আপডেট সময় ১১:২৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

এখানে
সেন্টু রঞ্জন চক্রবর্তী, আগরতলা, ভারত

এখানে সম্প্রতি
নতুন করে ঘটেছে অবাক বিস্ময়,
এখানে প্রকৃতি মেনেছে
নির্মম পরাজয়।

এখানে
বিন্যস্ত স্বপ্নেরা ভবঘুরে,
খরা, মারি ও মড়ক আঘাত করেছে
বারেবারে ঘুরেফিরে।

এখানে
কষ্টরা পরেছে পাথর চাপা,
কতোটা বেদনা, কতোটা পরিহাস
যাবেনা মাপা।

রাত নেমে এলে
তরুলতা দুলে দুলে বিরহের গান গায়,
ইচ্ছের ঘুড়ি সুতা কেটে
এখানেই পরে যায়।

কঠিন নিয়তি
এখানে এনেছে অপ্রাপ্য উপহার,
এখানে জীবন পেয়েছে
অবহেলা ও তিরস্কার বারবার।

এখানে মাঝ রাতে
কেঁদে ছুটে যায় ব্যর্থ প্রেমিক প্রেমিকা,
হলদে পাতারা মাথা কুটে মাটিতে
বিশাল মহাকাব্যের দুর্ভাগ্য লেখা।

এখানে
পাথরের বুক ফেটে যায় তৃষ্ণায়,
এখানে দুর্দৈব পায়চারি করে প্রতিদিন
নতুন নতুন আশংকায়।

তবুও এখানে
মানুষেরা বারবার স্বপ্ন দেখে,
সুখে ও দুঃখে, মারি ও মড়কে
জীবনের ছবি আঁকে।

 আগরতলা, ভার