
ছেঁড়া টাকার নোট
মোর্শেদা চৌধুরী এ্যানি
দেখে শুনে লইতে হবে ছেড়া-পোড়া টাকা,
নইলে যে খাইতে হবে মজার মজার ধোকা।
অন্য মনস্কে টাকা লেনদেনে দেখবেন খেলা,
সুযোগ বুঝে খেতে হবে আমার মতো ঠেলা।
গাড়ির ড্রাইভার হোক বা দোকানদার হোক,
চালাকিতে চালিয়ে দিবে ছেড়া টাকার নোট।
আপনিও হঠাৎ ধরা খাবেন এমন চালাকিতে,
দিনে আন্ধা রাইতে বান্ধা কারো ছলচাতুরীতে।
একদিন কিন্তু ধরা খাবেন দিয়ে সেদিন ফাঁকি,
হতে পারে কখনো কাউকে দিয়েছিলেন ঝাঁকি।
যাদুমাখা ভেলকি ভাজিতে করেছিলেন যে ছল,
আপনা আপনি ধরা খাবেন হাসির কলোরোল।
এমন টাকা যদি নাহি চলে তবে ব্যাংকে চলে যান,
লুকোচুরিতে কেনো ঘটান শুনি অন্যের মুখে ম্লান?
ঈদের বাজার খুব হুশিয়ার টাকা আদান প্রদানে,
ছেঁড়া-পোড়া টাকা ডুকিয়ে দিবে ভাঁওতাবাজিতে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























