
কষ্ট লাগে
দেবদাস হালদার
কষ্ট লাগে যখন দেখি চেনা
জানা অনেক জনা
আমায় দেখে
আজ
অচেনার মতো-ই ভান করে ;
কষ্ট লাগে যখন দেখি আমার
টাকায়
উদর পূরে
আমার বুকেই হঠাৎ
করে ধারালো এক ছুরি ধরে।
কষ্ট লাগে যখন দেখি ভ্রষ্টাজন
আজ
দানে শ্রেষ্ঠা
আর সকাল সন্ধ্যায়
অসহায় মেয়ের ইজ্জৎ বেঁচে;
কষ্ট লাগে যখন দেখি পরিপাটি
সজ্জনেরা খুবলে খায়
ঐ হায়েনার মতো
কেউ আসে
না বাঁচাতে তাকে কখনো যেচে।
কষ্ট লাগে যখন দেখি ভালো
বাসার মানুষগুলো
ভালো না
বেসে মনেপ্রাণে আজ ঘৃণা করে;
কষ্ট লাগে যখন দেখি ইতর ভদ্র
অনেক
লোকজন ব্যক্তি
স্বার্থে প্রতিহিংসায় জ্বইলা মরে।