ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরুড়ায় সাত হাজার কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ Logo শাহরাস্তিতে এসএসসি পরিক্ষায় উত্তর বলে দেয়ায় হল সুপার আটক। ৩ শিক্ষক প্রত্যাহার Logo উখিয়ায় কলেজ শিক্ষক খুন Logo রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ Logo ঈশ্বরগঞ্জে সেতু নির্মান কাজে অনিয়মের অভিযোগ Logo লালমনিরহাটে নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশুর মরদেহ উদ্ধার Logo কম্বোডিয়া ও চীনের মধ্যে চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি Logo চীনে ভ্রমণের জন্য সুবিধাজনক ও বন্ধুত্বপূর্ণ ভোক্তা পরিবেশ তৈরি Logo চীন ও কম্বোডিয়া মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার পথে Logo কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেনপুরে চাচাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেফতার

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে চাচা সবুজ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে ভাতিজা আবদুল হাকিম কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার, ২৯ এপ্রিল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৮ এপ্রিল বিকেলে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাতক আসামি আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

পুলিশ জানায় গত ৯ এপ্রিল সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে তর্কবিতর্ক হয়। পরে ওইদিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তার ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে গন মাধ্যম কে জানান যে গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রবিবার বিকেলে হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক টুটুল উদ্দিন, এসআই সুশান্ত চন্দ্র, এস আই শরিফুল ইসলাম ও সঙ্গীয়দের সহযোগিতায় গাজীপুরের টঙ্গী থানার আল-আকসা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন৷ পরে সেখান থেকে আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি আরও জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান চলমান রহিয়াছে।

আপলোডকারীর তথ্য

বরুড়ায় সাত হাজার কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

SBN

SBN

হোসেনপুরে চাচাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ভাতিজা গ্রেফতার

আপডেট সময় ০৭:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে চাচা সবুজ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে ভাতিজা আবদুল হাকিম কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার, ২৯ এপ্রিল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৮ এপ্রিল বিকেলে তাকে গাজীপুর জেলার টঙ্গী থানার আল-আকসা মসজিদ রোড এলাকা থেকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাতক আসামি আবদুল হাকিম উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সোলায়মান হোসেনের ছেলে।

পুলিশ জানায় গত ৯ এপ্রিল সকালে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের সবুজ মিয়া ও গফুর মাস্টারের মধ্যে বিরোধপূর্ণ ফসলি জমি নিয়ে তর্কবিতর্ক হয়। পরে ওইদিন বিকেলের দিকে হাকিম, গফুর মাস্টারসহ ৮ থেকে ১০ জন সবুজ মিয়া ও হারেছের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। তার ছোট ভাইয়ের অবস্থা শঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে গন মাধ্যম কে জানান যে গত ১০ এপ্রিল নিহতের স্ত্রী শান্তি আক্তার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রবিবার বিকেলে হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক টুটুল উদ্দিন, এসআই সুশান্ত চন্দ্র, এস আই শরিফুল ইসলাম ও সঙ্গীয়দের সহযোগিতায় গাজীপুরের টঙ্গী থানার আল-আকসা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন৷ পরে সেখান থেকে আব্দুল হাকিমকে গ্রেফতার করা হয়। এ হত্যা মামলায় এর আগে আরও ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি আরও জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান চলমান রহিয়াছে।