ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাঘাইছড়িতে বজ্রপাতে ১ নারী ও গবাদি পশুর মৃত্যু, আহত -৭

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

বৃহস্পতিবার সকাল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা রপকারী মুসলিম ব্লকে বাহারজান বেগম আনুঃ (৫৫) নামের এক নারী বজ্রপাতে নিহত হয়েছে।

সে ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। সে ৭ নং রূপকারী ইউনিয়ন মাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিকার হয়। বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একেই গ্রামে স্বপন চাকমার দোকানে বজ্রপাতের ফলে সাতজন ব্যক্তি আহত হয়।
আহতরা হলেন, তরুণ চাকমা পিতা,মৃত বিদ্যুৎ কান্তি চাকমা বয়স ৪৫, গ্রাম বড়াদম। তৃণা চাকমা স্বামী রুপময় চাকমা বয়স ৩৬, গ্রাম বড়াদম। রবীন্দ্রনাথ চাকমা, পিতা, কামিনী রঞ্জন চাকমা, বয়স ৬২ গ্রাম ধনপাতা।
সুষমলাল চাকমা, পিতা জ্ঞান চন্দ্র চাকমা বয়স ৪৮ গ্রাম বড়াদম।
অক্ষয় মণি চাকমা পিতা, কান্যারাম চাকমা বয়স ৩৬ গ্রাম দোখাইয়া।
পাত্থর চাকমা,পিতা সুখময় চাকমা বয়স ৫২,গ্রাম দোখাইয়া।

অমর জ্যোতি চাকমা,পিতা নিহার বিন্দু চাকমা, বয়স ৪৫, গ্রাম ধনপাতা।আহত ব্যক্তিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

একই সময়ে বটতলী ৬ নং ওয়ার্ডে আবদুল আজিজ এর একটি গরু বজ্রপাতে মারা গেছে বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে ২’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

SBN

SBN

বাঘাইছড়িতে বজ্রপাতে ১ নারী ও গবাদি পশুর মৃত্যু, আহত -৭

আপডেট সময় ০১:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

বৃহস্পতিবার সকাল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা রপকারী মুসলিম ব্লকে বাহারজান বেগম আনুঃ (৫৫) নামের এক নারী বজ্রপাতে নিহত হয়েছে।

সে ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। সে ৭ নং রূপকারী ইউনিয়ন মাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে শিকার হয়। বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একেই গ্রামে স্বপন চাকমার দোকানে বজ্রপাতের ফলে সাতজন ব্যক্তি আহত হয়।
আহতরা হলেন, তরুণ চাকমা পিতা,মৃত বিদ্যুৎ কান্তি চাকমা বয়স ৪৫, গ্রাম বড়াদম। তৃণা চাকমা স্বামী রুপময় চাকমা বয়স ৩৬, গ্রাম বড়াদম। রবীন্দ্রনাথ চাকমা, পিতা, কামিনী রঞ্জন চাকমা, বয়স ৬২ গ্রাম ধনপাতা।
সুষমলাল চাকমা, পিতা জ্ঞান চন্দ্র চাকমা বয়স ৪৮ গ্রাম বড়াদম।
অক্ষয় মণি চাকমা পিতা, কান্যারাম চাকমা বয়স ৩৬ গ্রাম দোখাইয়া।
পাত্থর চাকমা,পিতা সুখময় চাকমা বয়স ৫২,গ্রাম দোখাইয়া।

অমর জ্যোতি চাকমা,পিতা নিহার বিন্দু চাকমা, বয়স ৪৫, গ্রাম ধনপাতা।আহত ব্যক্তিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

একই সময়ে বটতলী ৬ নং ওয়ার্ডে আবদুল আজিজ এর একটি গরু বজ্রপাতে মারা গেছে বলে জানা যায়।