আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ নিরোপক্ষ ও প্রভাবমুক্ত, এটা শেখ হাসিনার নির্দেশ। সুতরাং ভোট দিবে জনগণ, আর জনগণের কাছ থেকে ভালবাসা দিয়ে ভোট আনতে হবে। উপজেলা নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্য এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
৩ মে শুক্রবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু ম্যাসেজ আমি আপনাদের দিতে চাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতি বিহীন ও উৎসব মূখর নির্বাচন দেখতে চায়। আমি যেহেতু জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী, তাই তিনি যেটা চায়, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় ও উৎসব মূখর। যারা প্রার্থী হবে তাদেরকে আমি পরিস্কারভাবে বলতে চাই, ভোট দিবে জনগণ, তাই জনগণের ভালবাসা দিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর, মাস্তান নির্ভর রাজনীতি করেনা। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে।
সুতরাং আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন করি। তিনি যেভাবে অবাধ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চায় তা বস্তবায়ন করি।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।