ইলিয়াছ আহমদ, বরুড়া
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টি গুণে এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরুড়া কুমিল্লার উদ্যেগে ৯ মে ২৪ ইং জাতীয় পুষ্টি সপ্তাহ শুভ উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সাপ্তাহ ব্যাপি এ কর্মসূচী চলবে। আগামী ১৫ মে তা সমাপ্ত হবে।
উপজেলা স্বাস্হ্য অডিটরিয়ামে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াছিন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
ডাঃ নুরে তাসকিন তুলি অনুষ্ঠানের শুরু খাবারের পুষ্টি গুণ নিয়ে বিষদ ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, ডাক্তার ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।