ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫ Logo বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য সহ দুই জন গ্রেফতার Logo চাকরিচ্যুতদের স্ব-পদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মানববন্ধন Logo মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন Logo লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ এক জেলে আটক Logo ‎লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ Logo বরুড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo দারিদ্র্য বিমোচন ও উদ্ভাবনে চীনের সাফল্য প্রশংসিত Logo তাইওয়ানে অস্ত্র বিক্রি করে পুনরেকীকরণ বাধাগ্রস্ত করা যাবে না Logo বসন্ত উৎসব গালার মাসকট দেশজুড়ে প্রদর্শিত

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন।

বুধবার (১১জানুয়ারি) বিকেলে সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডার স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২৫ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কম্বলগুলো বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
তবে বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী ও আনোয়ার হোসেন স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মনগড়াভাবে গোটা কয়েক মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। বাকি কম্বলগুলো বস্তাবন্দি করে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছেন। তখন আমরা দুইজনসহ ২০/২৫ জন মুক্তিযোদ্ধা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান করছিলাম। এ ব্যাপারে আমরাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বীর মুক্তিযোদাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ১২৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৫০ জনের মতো উপস্থিত ছিলেন। এ ছাড়া ২০/২৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন। বাকি কম্বলগুলো অনুপস্থিত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা হয়েছে। বিতরণের পর বাকি কম্বল কে নিয়ে গেছেন আমি জানি না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫

SBN

SBN

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন।

বুধবার (১১জানুয়ারি) বিকেলে সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডার স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২৫ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কম্বলগুলো বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
তবে বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী ও আনোয়ার হোসেন স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মনগড়াভাবে গোটা কয়েক মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। বাকি কম্বলগুলো বস্তাবন্দি করে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছেন। তখন আমরা দুইজনসহ ২০/২৫ জন মুক্তিযোদ্ধা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান করছিলাম। এ ব্যাপারে আমরাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বীর মুক্তিযোদাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ১২৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৫০ জনের মতো উপস্থিত ছিলেন। এ ছাড়া ২০/২৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন। বাকি কম্বলগুলো অনুপস্থিত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা হয়েছে। বিতরণের পর বাকি কম্বল কে নিয়ে গেছেন আমি জানি না।