ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লা ৬০ কেজি গাঁজা জব্দ Logo মুরাদনগরে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার, দুইজন আটক Logo চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক Logo চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী Logo ২০২৩ সালে চীনের জিডিপি ১৩০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে Logo নববর্ষের ছুটিতে অভ্যন্তরীণ এবং বহির্গামী যাত্রী প্রবাহের শীর্ষে থাকবে Logo দূর্নীতির মাধ্যমে নামজারি খতিয়ান প্রদান করে হয়রানির অভিযোগ Logo নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন ও শান্তি সম্প্রীতি পদযাত্রা Logo রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন Logo দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন।

বুধবার (১১জানুয়ারি) বিকেলে সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডার স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২৫ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কম্বলগুলো বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
তবে বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী ও আনোয়ার হোসেন স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মনগড়াভাবে গোটা কয়েক মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। বাকি কম্বলগুলো বস্তাবন্দি করে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছেন। তখন আমরা দুইজনসহ ২০/২৫ জন মুক্তিযোদ্ধা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান করছিলাম। এ ব্যাপারে আমরাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বীর মুক্তিযোদাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ১২৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৫০ জনের মতো উপস্থিত ছিলেন। এ ছাড়া ২০/২৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন। বাকি কম্বলগুলো অনুপস্থিত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা হয়েছে। বিতরণের পর বাকি কম্বল কে নিয়ে গেছেন আমি জানি না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ৬০ কেজি গাঁজা জব্দ

SBN

SBN

সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কম্বল বিতরণে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইসমত আলী ও ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন।

বুধবার (১১জানুয়ারি) বিকেলে সাবেক কমান্ডার ও ডেপুটি কমান্ডার স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিযোগ করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১২৫ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কম্বলগুলো বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
তবে বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী ও আনোয়ার হোসেন স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম মনগড়াভাবে গোটা কয়েক মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেন। বাকি কম্বলগুলো বস্তাবন্দি করে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছেন। তখন আমরা দুইজনসহ ২০/২৫ জন মুক্তিযোদ্ধা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে অবস্থান করছিলাম। এ ব্যাপারে আমরাদেরকে কিছুই জানানো হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বুধবার দুপুরে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে কম্বলগুলো বীর মুক্তিযোদাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ১২৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৫০ জনের মতো উপস্থিত ছিলেন। এ ছাড়া ২০/২৫ জন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন। বাকি কম্বলগুলো অনুপস্থিত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা হয়েছে। বিতরণের পর বাকি কম্বল কে নিয়ে গেছেন আমি জানি না।